“অন্যদের কাছে যা আগামী, আমাদের কাছে তা বর্তমান” “স্বপ্ন দেখাতে নয়, স্বপ্ন পূরণে বিশ্বাসী” লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিণ-পূর্বকোণে, দাশেরহাটের সন্নিকটে সবুজের মনোরম পরিবেশে‘ জনতা কলেজ’ শিক্ষার অধিকার বাস্তবায়নের প্রত্যয়ে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। উচ্চমাধ্যমিক শ্রেণি দিয়ে শুরু হলেও সময়ের প্রয়োজনে ২০০০ সাল থেকে ‘জনতা ডিগ্রি কলেজ’ বিএ, বিএসএস ও বিবিএস স্নাতক পাস কোর্স চালুর মাধ্যমে আরো এক ধাপ এগিয়ে যায়। ১/৭/১৯৯৩ সালে কলেজ ১ম MPO ভূক্ত হয়। শুরু থেকে এখন পর্যন্ত পাবলিক পরীক্ষার ফলাফল ধারাবাহিকভাবে সাফল্যজনক। প্রতিষ্ঠানটি বিশেষ করে এলাকার দরিদ্র সাধারণ ও নারী শিক্ষায় বড় ধরনের অবদান রাখছে।কলেজের সভাপতি জনাব এ.কে.এম শাহজাহান কামাল এমপি মহোদয়, সম্মানীত প্রতিষ্ঠাতা গ্রুপ, গভর্নিং বডি, এলাকার সুধিজন, শিক্ষক সমাজ, রাজনীতিবিদসহ সকলের আন্তরিক সহযোগিতায় কলেজটি আগের যে কোন সময় থেকে সকল দিক থেকে অনেক গতিশীল এবং লেখা-পড়ার পরিবেশ বান্ধব। নিকটবর্তী সময়ে কলেজের সার্বিক বিষয়ের অগ্রগতিতে সকল মহলের নিকট বর্তমান প্রশাসন প্রশংসিত। আমার সহকর্মীবৃন্দ ও সহায়তাকারীরা (শিক্ষকবৃন্দ ও ৩য়+৪র্থ শ্রেণির কর্মচারী), সুধিজনসহ সকলের আন্তরিকতায় কলেজের অগ্রযাত্রা আরো সুদৃঢ় হবে এপ্রত্যাশা আমার।
মনোরম কলেজ ক্যাম্পাস, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার এবং সর্বোপরি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠাই আমার একমাত্র লক্ষ্য।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT