Please wait...
নোটিশ
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন ঃ ১৭ই মার্চ, ২৫ মার্চ ও ২৬ মার্চ কলেজে ব্যাপক কর্মসূচি গ্রহণ।সকলকে অংশগ্রহণের নির্দেশ।\r\n ২০১৯-২০২০ শিক্ষা বর্ষে ডিগ্রি পাস কোর্সে ভর্তি শুরু জাতীয় শিক্ষা সপ্তাহ ২০১৯, লক্ষ্মীপুর সদর উপজেলা ও জেলায় ম্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত হওয়ায় কলেজ পরিবার হতে অধ্যক্ষ জাহাঙ্গীর আলম খান’কে সংবর্ধনা দেয়া হয়। (২৪/৮/২০১৯) ছবি ২ পুরস্কৃত করছেন কলেজের অন্যতম প্রতিষ্ঠাতা জনাব আলহাজ্ব শিব্বির মাহমুদ মহোদয় সুইস টেক্স গ্রুপের পরিচালক জনাব সাজ্জাদ হাসান মাহমুদ। ২০১৯ সালের দ্বাদশ শ্রেণির প্রাক নির্বাচনী পরীক্ষার নোটিশ (০৫/০৮/১৯) ঈদ উল আযহার বন্ধের নোটিশ ২০১৯ (০৫/০৮/২০১৯) প্রতিমাসে নিয়মিতভাবে ৫ হতে ১০ তারিখের মধ্যে বেতন পরিশোধের নোটিশ (২৬/৭/২০১৯) পরীক্ষা সংক্রান্ত নোটিশ (২/১০/২০১৮ই.) শতর্কীকরণ নোটিশ (২৫/৯/২০১৮ই.) প্রাক-নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ (৩/৯/২০১৮)
পরীক্ষা সংক্রান্ত নোটিশ (২/১০/২০১৮ই.)

পরীক্ষা সংক্রান্ত নোটিশ (২/১০/২০১৮ই.)

জনতা ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের জানানো যাচ্ছে যে, একাদশ শ্রেণির অর্ধ বার্ষিক পরীক্ষা ও দ্বাদশ শ্রেণির নির্বাচনী পরীক্ষা আগামী ৮ নভেম্বর ২০১৮ই. তারিখ হতে শুরু হবে। তাই সকলকে নিয়মিত ক্লাসে উপসস্থিত থাকতে এবং লেখা-পড়ায় মনোযোগী হতে নির্দেশ দেয়া হলো। প্রকাশ থাকে যে, যারা প্রাক-নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে কেবল তারাই নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। অনুত্তীর্ণ কেউ পরীক্ষা দিতে চাইলে অধ্যক্ষের অনুমতি প্রয়োজন হবে। একইসাথে জানানো যাচ্ছে যে, ২০১৮ সালে যারা HSC Final পরীক্ষায় এক বা একাধিক বিয়য়ে অনুত্তীর্ণ হয়েছে, তারা আগামী ১১/১০/২০১৮ই. তারিখের মধ্যে Re-admission নিয়ে নির্বাচনী পরীক্ষা দিতে হবে। নির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ফাইনাল পরীক্ষায় অংশগ্রহণের কারই কোন সুযোগ নেই।