“অন্যদের কাছে যা আগামী, আমাদের কাছে তা বর্তমান” “স্বপ্ন দেখাতে নয়, স্বপ্ন পূরণে বিশ্বাসী” লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাধীন দক্ষিণ-পূর্বকোণে, দাশেরহাটের সন্নিকটে সবুজের মনোরম পরিবেশে‘ জনতাকলেজ’ শিক্ষার অধিকার বাস্তবায়নেরপ্ রত্যয়ে ১৯৮৮ সালে প্রতিষ্ঠিত হয়। উচ্চমাধ্যমিক শ্রেণি দিয়ে শুরু হলেও সময়ের প্রয়োজনে ২০০০ সাল থেকে‘জনতা ডিগ্রি কলেজ’ বিএ, বিএসএস ও বিবিএস স্নাতক পাস কোর্স চালুর মাধ্যমে আরো একধাপ এগিয়েযায়। ১/৭/১৯৯৩ সালে কলেজ ১ম MPO ভূক্তহয়। শুরু থেকে এখন পর্যন্ত পাবলিক পরীক্ষার ফলাফল ধারাবাহিকভাবে সাফল্যজনক। প্রতিষ্ঠানটি বিশেষকরে এলাকার দরিদ্রসাধারণ ও নারী শিক্ষায় বড় অবদান রাখছে। সম্মানীত প্রতিষ্ঠাতাগ্রুপ, গভর্ণিংবডি, এলাকার সুধিজন, শিক্ষকসমাজ, রাজনীতিবিদসহ সকলের আন্তরিক সহযোগিতায় কলেজটি আগের যেকোন সময় থেকে সকল দিক থেকে অনেক গতিশীল এবং লেখা-পড়ার পরিবেশ বান্ধব।নিকটবর্তী সময়ে কলেজের সার্বিক বিষয়ের অগ্রগতিতে সকল মহলের নিকট বর্তমান প্রশাসন প্রশংসিত। আমার সহকর্মীবৃন্দ ও সহায়তাকারীরা(শিক্ষকবৃন্দ ও ৩য়+৪র্থ শ্রেণির কর্মচারী), সুধিজনসহ সকলের আন্তরিকতায় কলেজের অগ্রযাত্রা আরো সুদৃঢ়হবে এ প্রত্যাশা আমার।
Copyright © 2015 All rights Reserved
Powered by: Rapid IT